
প্রত্যেকবারের মতো এইবারও দিল্লির জামা মসজিদে ঈদের দিন নামাজের আদায়ের উদ্দেশ্যে হাজারেরও বেশি মানুষের জনসমাগম ঘটেছে। তবে এইবারের ঈদের জমায়েতটা অন্য বারের তুলনায় খানিক ব্যতিক্রম। ওয়াকফ বিল পাসের জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য প্রায় অধিকাংশ মানুষের পরনে দেখা গেল কালো পোশাক, বা কালো আর্মব্যান্ড।
এখন প্রশ্ন একটাই, ভারতবর্ষে সংখ্যালঘুদের অস্তিত্ব টিকিয়ে রাখার এই লড়াইয়ে, ঈদের সাচ্চা ইবাদত কি কবুল করবে খোদা?