মঙ্গলবার সামসেরগঞ্জ দুর্গাপুরের লালগারি মাঠের পুকুরে একটি দেহ ভেসে ওঠে। গ্রামবাসীরা দেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পরে জানা যায় সামসেরগঞ্জের ঝন্টূ হালদার নামে এক ব্যক্তি গত তিনদিন ধরে নিখোঁজ ছিল।
ঝন্টূ হালদার মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।