নিউজ ডেস্ক : এবার মইন আলীর আপত্তি মেনে তার জার্সি থেকে মদ বিক্রেতার সংস্থার লোগো প্রত্যাহার করে নিতে সম্মত হল চেন্নাই সুপার কিংস এর টিম কর্তৃপক্ষ। তিনি ইংল্যান্ড এর খেলার সময় এমন মদ বিক্রেতা সংস্থার লোক তার জাতিতে রাখতে আপত্তি জানাতে যা মেনে নেয় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। গত মৌসুমে মঈন আলী রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে দুরন্ত পারফর্ম করেছিলেন। সেই সময় তিনি এমনই এক সংস্থার নগর ব্যাপারে আপত্তি তুলেছিলেন যা মেনে নিয়েছিল আরসিবি। মদ বিক্রেতার সমস্যার ব্যাপারে এর আগে আপত্তি তুলতে দেখা গেছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ওপেনার ব্যাটসম্যান হাসিম আমলাকেও।
কোহলীর দলের হয়ে তিন মরসুমে ১৯ ম্যাচে ৩০৯ রান করার পাশাপাশি ১০ উইকেট নেন মইন। এ মরসুমে তাঁকে ৭ কোটি টাকা দিচ্ছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস সূত্রের দাবি, ‘‘সিএসকে সবসময় ক্রিকেটারদের ইচ্ছেকে মর্যাদা দেওয়ার চেষ্টা করে। তাই মইনের জার্সি থেকে মদের বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়েছে। বিজ্ঞাপনদাতা সংস্থারও এই সিদ্ধান্তে কোনও সমস্যা নেই।’’