মালদা: এলাকার মহিলাদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে খুন হলেন এক যুবক। পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে মালদা জেলার অন্তর্গত বৈষ্ণবনগর থানার কৃষ্ণরাজ্য টোলা এলাকায়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ইন্দ্রজিৎ ঘোষ (২৮)। ধীরাজ মন্ডল সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, ধীরাজ মন্ডল এলাকার মহিলাদের মাঝে মাঝে উত্ত্যক্ত করতেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিল ইন্দ্রজিৎ। শুক্রবার ভোররাতে এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে শুরু হয় বাচসা। বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ ঘোষকে বলে অভিযোগ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।