ওমিক্রনের থাবা মুর্শিদাবাদে, আক্রান্ত সাত বছরের এক শিশু

জৈদুল সেখ, বহরমপুরঃ ওমিক্রনে আক্রান্ত রাজ্যে প্রথম মুর্শিদাবাদের ৭ বছরের এক শিশু৷  বুধবার মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্যাধিকারিক সন্দীপ সান্যাল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, মুর্শিদাবাদের ফরাক্কা থানার বেনিয়াগ্রামের এক শিশু গত ১০ তারিখে আবু ধাবি থেকে এই দেশ তথা এই রাজ্যে নিজের বাড়িতে ফিরেছে, নিজের গাড়িতে করে। কলকাতা বিমান বন্দরে তার ওমিক্রন টেস্ট করা হলে সেই টেস্ট পজিটিভ আসে। এই মুহুর্তে বাচ্চাটি মালদা জেলার কালিয়াচকে আত্মীয়ের বাড়িতে রয়েছে। বাচ্চাটির খোঁজ খবর নেওয়া হচ্ছে। যদি বাচ্চাটি ফরাক্কায় থাকে তাহলে তাকে নিয়ে এসে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ কোভিড হাসপাতালে চিকিৎসা করা হবে। আর যদি মালদায় থাকে তাহলে তাকে মালদায় চিকিৎসা করা হবে।

Latest articles

Related articles