
গত শনিবার রাত দুটো নাগাদ হবিবগঞ্জ রেল স্টেশনে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। সাম্প্রদায়িকতার আঁচ এবার প্রত্যক্ষভাবে পুলিশ প্রশাসনের উপর লক্ষনীয় । দুষ্কৃতী দমন করতে গিয়ে জিআরপিএফ এর হেড কনস্টেবল, নজর দৌলত খানকে হতে হলো সাম্প্রদায়িকতার স্বীকার।

নজর দৌলত খান কর্মরত অবস্থায় কিছু যুবককে গাড়িতে বসে মদ্যপান
করতে দেখেন, এবং সেখান থেকে তাদের চলে যাওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে মদ্যপানকারী
হেড কনস্টেবল নজর দৌলত খানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। হেড কনস্টেবল একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, মদ্যপানকারী

এটা জানতে পেরে তাকে মারধর করতে শুরু করে। ছিঁড়ে দেওয়া হয় কনস্টেবলের জামা।
পরবর্তীতে পুলিশকর্মীরা হেড কনস্টেবল নজর দৌলত খানকে বাঁচাতে আসলে, মদ্যপানকারীদের তরফ থেকে পুলিশ কর্মীদের বলা হয়, “তুমি হিন্দু ভাই, সরে যাও”।
গত কাল থেকে ভাইরাল হয় এই ভিডিও। ভিডিওর সতত্তা যাচাই করেনি এনবিটিভি।