উজ্জ্বল দাস, আসানসোলঃ ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পানাগড় রেল স্টেশন সংলগ্ন রণডিহা মোড়ের রেল গেটের কাছে। মৃতের নাম মনোজ ঠাকুর। বছর ৫৫-র মনোজ ঠাকুরের বাড়ি রণডিহা মোড়ে। স্থানীয়রা জানিয়েছেন আজ ভোর নাগাদ রেল গেট পারাপার করার সময় মাল গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। খবর পেয়ে রেল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
Popular Categories