এবার রাজ্যের বাইরে গিয়েও পাবেন রেশন, রাজ্য সরকার চালু করল ‘এক দেশ, এক রেশন কার্ড’

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210731_140811

নিউজ ডেস্ক : জীবনধারণের জন্য দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে যান এ রাজ্যের অসংখ্য মানুষ। কাজের সন্ধানে অন্যান্য রাজ্য থেকেও এ রাজ্যে আসেন বহু মানুষ। তাদের কথা ভেবে এবার ‘এক দেশ, এক রেশন কার্ড’ ব্যবস্থা চালু করল রাজ্য সরকার। নবান্নের তরফ থেকে এক নির্দেশিকা জারি করে এই ব্যবস্থা চালু করার কথা ঘোষনা করা হয়েছে। এর ফলে দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন সংগ্রহ করতে পারবেন এ রাজ্যের বাসিন্দারা।

 

রাজ্য খাদ্য দপ্তরের তরফে বলা হচ্ছে, রাজ্যে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজও প্রায় শেষ। তাই রাজ্যে চালু করে দেওয়া হল ‘এক দেশ, এক রেশন কার্ড’। পুরো ব্যবস্থাটি অনলাইনে করার কথা জানিয়েছে রাজ্য সরকার। খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে সমস্ত রেশন ডিলারদের জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে রেশন দেওয়ার গোটা প্রক্রিয়াটাই অনলাইনে নথিভুক্ত হবে ই-পস যন্ত্রের সাহায্যে, আধারযুক্ত বায়োমেট্রিক ব্যবস্থায়। এর ফলে রেশন নেওয়ার সময় সমস্ত ডেটা অনলাইন সার্ভারে জমা থাকবে। এ রাজ্যে ইস্যু হওয়া রেশন কার্ডের সাহায্যেই বাংলার মানুষ ভিন রাজ্যে গেলে এখন থেকে রেশন সংগ্রহ করতে পারবে। কারণ ডেটা তো সব অনলাইন সার্ভারে রয়েছে। একই পদ্ধতিতে ভিন রাজ্যের মানুষও আমাদের রাজ্যের যেকোনও রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবে। এর পাশাপাশি ৩১ আগস্টের মধ্যে রাজ্যের সমস্ত গ্রাহককে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণের কাজ শেষ করার দ্রুত নির্দেশ দেওয়া সমস্ত রেশন ডিলারকে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর