
মধ্যরাতে বড়সড় প্রত্যাঘাত চালাল ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে এই স্ট্রাইকে পাকিস্তানের পঞ্জাব ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। উরি ও বালাকোটের পর, এই সার্জিক্যাল স্ট্রাইক কে তৃতীয় বড়ো হামলা হিসেবে ধরা হচ্ছে।বিশেষজ্ঞদের মতে, এই হামলা পাকিস্তানকে বড় বার্তা দিল—জঙ্গি মদত দিলে ফল ভুগতে হবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুধু জঙ্গিদের লক্ষ্য করে এই হামলা করা হয়েছে।

খবর পাওয়া গেছে, এই হামলায় প্রায় ১০০ এর থেকে বেশী জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে লস্কর-ই-তৈবার দুই কমান্ডারও রয়েছেন—হাফিজ আব্দুল মালিক ও মুদাসিসর।অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই হামলাকে ‘যুদ্ধের পদক্ষেপ’ বলে দাবি করেছেন এবং পাকিস্তান এর যথাযথ জবাব দেবে বলে দাবি করেন।