এনবিটিভি ডেস্ক: বিশ্বকাপের গ্রুপপর্বে সবকটি ম্যাচ জিতেই সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয় পাকিস্তানের। হাসান আলির ক্যাচ মিসের পর ম্যাথু ওয়েডের তিন ছক্কায় স্বপ্নের দৌড় থেমে যায় বাবর আজমদের। তবে সে সব এখন অতীত। পাকিস্তান দলের এখন দুবাইয়ে থাকার কথা ছিল যদিও। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের প্রস্তুতি নেওয়ার কথা ছিল তাদের। কিন্তু সেমিফাইনালে হারের পর বাংলাদেশে পৌছে গেল পাকিস্তান ক্রিকেট দল।
তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান। শনিবার সকাল ৮ টায় ঢাকায় নামে তারা। ১৯ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আর দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৬ নভেম্বর।
১৬ জনের স্কোয়াডে বিশ্বকাপ দলের হাফিজ বাদে সবাই আছেন। তবে শোয়েব মালিক ও বাবর আজম এখনও ঢাকা সফরে আসেননি। ছুটি কাটিয়ে সোনার বাংলায় ফিরবেন তাঁরা।