উজ্জ্বল দাস, আসানসোলঃ আসানসোলের কালাপাহাড়ির ঘুসিকে ধস কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। সোমবার পরিদর্শন করতে গেলে এলাকার মানুষেরা ক্ষোভ প্রকাশ করেন। জানা গিয়েছে কালাপাহাড়ির ঘুসিক এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ধস নামে। এরফলে একাধিক বাড়িতে ফাটল ও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এদিন এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল এলাকায় পৌছতেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন। এমনকি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে গোব্যাক স্লোগানও দেওয়া হয়। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Popular Categories