পিয়ালী: কোভিড বিধি মেনেই চলছে দক্ষিণ ২৪ পরগণার পিয়ালী রাসমেলা। এবছর এই মেলা ২৫ বছরে পা দিল। মেলা কমিটির পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে, মেলায় আগত মানুদের মাস্ক ছাড়া প্রেবেশ নিষেধ। না থাকলে মাস্ক তুলে দেওয়া হচ্ছে। মেলার প্রবেশদ্বারে বসানো হয়েছে স্যানিটাইজার মেশিন।
হাইকোর্টের নির্দেশ মেনে মেলা কমিটি রাসমেলা আয়োজন করেছে। মেলায় প্রবেশে কোভিড বিধি মানা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে মেলা কমিটির পক্ষ থেকে।
উল্লেখ্য, পিয়ালী রাসমেলা ২৫ বছর ধরে হয়ে আসছে। প্রতিবছরই সাড়ম্বরে চলে এই ঐতিহ্যবাহী মেলা। ভিড় জমান প্রচুর দর্শনার্থী। বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ এই মেলায় আসেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। করোনা আবহের মধ্যেও সাড়ম্বরে চলছে রাসমেলা।