কিষাণ মোর্চার সাংবাদিক সম্মেলনঃ এমএসপি’র দাবীতে অনড়, ২৯ নভেম্বর সংসদে ট্রাক্টর সমাবেশ স্থগিত

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

farmer press conference

এনবিটিভি ডেস্কঃ সম্মিলিত কিষাণ মোর্চার কৃষক নেতারা আজ শনিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন করে। কৃষকদের দাবিগুলোর উপর অনড় আছে বলে সংবাদমাধ্যমকে জানায়,আগামী সোমবার সংসদে কৃষকদের মার্চ আপাতত স্থগিত করা হয়েছে। তারা সরকারের প্রতিক্রিয়া জানাতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।তাঁদের দাবী,আমাদের দাবী এমএসপি-কে আইনত নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

 

কিষাণ মোর্চা আজকের এই বৈঠকে দাবী জানিয়ে বলেন, আমরা এমএসপির উপরে একটা আইন দেখতে চাই। মুখের কথাকে আমরা মেনে নিতে পারিনা। এই আন্দোলনের দীর্ঘ এক বছর সময়ে কৃষকদের মৃত্যু এবং লখিমপুর সহিংসতার বিষয়ে সরকার আমাদের সাথে আলোচনা না করা পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

 

 

সম্মিলিত কিষান মোর্চার এক নেতা বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত রাজ্য সরকার এবং রেলওয়েকে প্রতিবাদের সময় কৃষকদের বিরুদ্ধে নথিভুক্ত করা মামলাগুলি প্রত্যাহার করার জন্য নির্দেশ দেওয়া

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর