মুর্শিদাবাদ, এনবিটিভি: প্রতিবছর দেশজুড়ে ১৭ ফেব্রুয়ারি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালিত হয়। এবছর পশ্চিমবঙ্গে প্রথমবার প্রজাতন্ত্র বাঁচাও শিরোনামে ঐতিহাসিক ইউনিটি মার্চের মাধ্যমে পপুলার ফ্রন্ট দিবস পালিত হল মুর্শিদাবাদে।
দেশের ফ্যাসিবাদী শক্তি রুখতে ও স্বাধীনতা, ন্যায়বিচার ও নিরাপত্তার রক্ষার্থে আজকের দিনটি ফ্রন্টের ক্যাডারদের তীব্র হুংকারের শ্লোগান মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকা সাক্ষী হয়ে রইল।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধুলিয়ানের এই ঐতিহাসিক মুহুর্ত অবলোকন করতে হাজারও নারী ও পুরুষের ভিড় লক্ষ্য করা গেছে ধুলিয়ানে।
এদিনের ঐতিহাসিক কর্মসূচির মাধ্যমে উগ্র হিন্দুত্ববাদীকে কড়া হুঙ্কার ও মুসলিম বিদ্বেষী সকারের মনোভাবকে তীব্র ধিক্কার মূলক ফেস্টুন লক্ষ্য করা গিয়েছে।উল্লেখযোগ্য লেখনীর মধ্যে অন্যতম হল, সন্ত্রাসী রাজনীতি বন্ধ করো, সরকার ধর্মীয় স্বাধীনতাকে হসতক্ষেপ চলবেনা। বিজেপি দাঙ্গাবাজ সরকার উৎখাতের আওয়াজ ওঠে।
এদিন শতাধিক সজ্জিত ক্যাডারদের ইউনিটি মার্চ, জনসভার মাধ্যমে পপুলার ফ্রন্ট দিবস সিরাজউদ্দৌলা ফুটবল মাঠে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয়।