অবলা পশুদের জন্য মানবিক মুখ পঞ্চায়েত সমিতির সভাপতি

এনবিটিভি ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হারুডাঙ্গা বিএসএফ ক্যাম্প। চোরাকারবারিদের থেকে উদ্ধার করা প্রায় ৫০টি মহিষ ছিল সেই ক্যাম্পে। দীর্ঘদিন থেকেই না খাবার পেয়ে বেশ কিছু মহিষ মারাও গেছে বলে জানা যায়। সেই কথা শুনেই তাদের মুখে খাবার তুলে দিলেন রাণীনগর ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকার।

রাণীনগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এদিন দুটি লরিতে খড় নিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন হারুডাঙ্গা বিএসএফ ক্যাম্পে। সেখানেই মহিষগুলির মুখে খাবার তুলে দেন তিনি। তিনি জানান, পরবর্তীতে ব্লক প্রাণী সম্পদ দপ্তর থেকে একটি মেডিক্যাল টিম গঠন করে মহিষ গুলির দেখভাল করাও হবে।


স্থানীয়রা জানান,ক্যাম্পে ঠিক মত দেখভাল হয়না উদ্ধারকৃত মহিষগুলির। না খেতে পেয়ে বেশ কিছু মহিষ মারাও গেছে বিগত কয়েকদিনে। পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকারের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

Latest articles

Related articles