জৈদুল সেখ, এনবিটিভি, জীবন্তি : কান্দির জীবন্তির মহলন্দী ২ পঞ্চায়েতের ব্যবস্থাপনায় গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য সামগ্রী এবং কণ্যাশ্রী যোদ্ধাদের সন্মান প্রদান করা হয় সোমবার বিকেলে। কান্দির বিধায়ক অপূর্ব সরকার মহাশয় এর নির্দেশ গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার প্রদান করা হল যাতে তারা সুস্থ-স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করতে পারে।
সেই সঙ্গে এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে যে সমস্ত কিশোরীরা এগিয়ে এসে বাল্যবিবাহ প্রতিরোধ করে এরকম ১০০ জন কিশোরীকে মোমেন্টো দিয়ে সম্মান প্রদান করা হলো। অপূর্ব সরকার ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাধিপতি কাকলী রাজবংশী, সহকারী সভাপতি পার্থ প্রতীম সরকার, পঞ্চায়েত প্রধান হামিদা বিবি, CINI পক্ষ থেকে সুবীর মন্ডল ও মোহাম্মদ কিরণ সহ অনেকেই।
গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য সামগ্রী এবং কণ্যাশ্রী যোদ্ধাদের সন্মান প্রদান জীবন্তিতে
Related articles