মানবিকতার পরিচয় দিলো মুসলিমরা, পুনের মসজিদে তৈরি হলো ৮০ সংখ্যার কোয়ারেন্টাইন সেন্টার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

FB_IMG_15879222612848419

নিউজ ডেস্ক :  ভারতে করোনাতে বিধ্বস্ত মহারাষ্ট্র রাজ্যে। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা এই রাজ্যে। দেশের সমগ্র আক্রান্তের এক-তৃতীয়াংশ করোনা রুগী মহারাষ্ট্রের। সমগ্র ভারতে ২৬৯১৭ জনের মধ্যে মহারাষ্ট্রে ৭৮২৬ জন আক্রান্ত। পুনের আজাদ ক্যাম্পাসের মসজিদে তৈরি হলো কোয়ারেন্টাইন সেন্টার।

“মহারাষ্ট্র কসমোপলিটন এডুকেশন” ট্রাস্ট সরকারের কাছে আবেদন করেছিল মসজিদকে সেন্টারে পরিনত করার। ট্রাস্টের চেয়ারম্যান পি এ ইনামদার চিঠি লিখে সরকারকে বলে ছিলেন করোনা লড়ায়ে আমরা সবরকম সাহয্য করবো, সেন্টার তৈরিতে জায়গা লাগলে দেওয়া হবে। ৯০০০ হাজার স্কোয়ার ফুট জায়গা জুড়ে ৮০টি শয্যা বিশিষ্ট কোয়ারেন্টুাইন সেন্টার তৈরি হলো। ট্রাস্ট ঘোষনার করেছেন, এখানে আগত সকলের খাবারের দায়িত্ব আমাদের।

 

 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর