বড়দিনের প্রাক্কালে শান্তিপুরে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরন পূর্ণিমা মিলনী সংঘের

 

এনবিটিভি, নদীয়া : বড়দিনে প্রাককালে দুস্থদের শীতবস্ত্র বিতরণ করল শান্তিপুরের সামাজিক সংগঠন পূর্ণিমা মিলনী সংঘ। এদিন শান্তিপুর ব্লকের চাঁদরা গির্জা সংলগ্ন এলাকায় বেশকিছু দুস্থ পরিবারকে সান্তাক্লোজ সেজে শীত বস্ত্র বিতরণ করল পূর্ণিমা মিলনী  সংঘের সদস্যরা। সংগঠনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর পূজা মৈত্র। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বড়দিনের প্রাক্কালে সান্তাক্লোজ সেজে মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি এই উদ্যোগ গ্রহণ করেন তারা। যদিও বড়দিনের আর মাত্র দুদিন বাকি, শান্তিপুর ব্লকের চাঁদরার গির্জা ইতিমধ্যে সেজে উঠেছে। ওই এলাকার বেশ কিছু অসহায় দুস্থ পরিবার রয়েছে। তাদেরকে বড়দিনের শুভেচ্ছা ও শীতবস্ত্র প্রদান করল সংগঠন পূর্ণিমা মিলনী সংঘ। এছাড়াও এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন উপহার তুলে দেন সংগঠনের সদস্যরা। যদিও প্রত্যেক বছরই বড়দিনের প্রাক্কালে সান্তাক্লোজ সেজে বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকেন, এবছরও ব্যতিক্রম নয়। সংগঠনের উদ্যোগে যথেষ্ট খুশি চাঁদরা গির্জা সংলগ্ন বসবাসকারী স্থানীয় মানুষজন।

Latest articles

Related articles