এনবিটিভি ডেস্কঃ এই সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একপোলোকে ভাইরাল হতে দেখা যাচ্ছে বাচ্চা থেকে বয়স্ক। সে গানের মাধ্যমে হোক কিংবা নাচের ভঙ্গিমাতে হোক। যদিওবা গানটা না বুঝে ছড়িয়ে দিচ্ছে যেমনটা শ্রীলঙ্কার গায়িকার গান ‘মাণিকে মাগে হিতে’ সহ আরও অনেক।
এবার সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে রয়েছে দক্ষিণ ভারতের পুষ্পা সিনেমার একাধিক গান! তাঁর বলা বিভিন্ন ডায়লগ ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। তারকা থেকে সাধারণমানুষ সবাই রিল ভিডিও বানাচ্ছেন পূষ্পা সিনেমার গান। এদিকে পুষ্পা’কে টক্কর দিয়ে সেই সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে বীরভূমের ‘কাঁচা বাদাম’ বিক্রেতা ভুবন বাদ্যকারের গাওয়া কাঁচা বাদাম গান!
পুষ্পা সিনেমার মূল চরিত্রে অভিনয় করা দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের বাড়িতে ‘কাঁচা বাদাম’ গান ট্রেন্ড করছে। সম্প্রতি আল্লু অর্জুন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের মেয়ের নাচের একটি ভিডিও শেয়ার করেছেন।
যেখানে বাড়িতে থাকা সাধারণ পোশাকেই ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানে নাচতে দেখা যাচ্ছে অভিনেতার মেয়ে আল্লু আরহাকে।