বঙ্গে বর্ষায় নাজেহাল বাঙালি,এখনও মিলছেনা মুক্তি

বঙ্গে বর্ষা ঢুকতেই লাগাতার বৃষ্টিতে রীতিমতো নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তবে এখনও মিলবে না মুক্তি। আগামী চারদিনও বঙ্গের বিভিন্ন জেলায় ভারী ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসই দিলেন আবহবিদরা।

আজ সারাদিন  কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০.৭ মিলিমিটার।

দক্ষিণবঙ্গে আজ ও আগামিকাল অর্থাত্‍ বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভিজবে বর্ষায়। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হবে বৃষ্টি। শনিবার বৃষ্টি হতে পারে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। এদিকে উত্তরবঙ্গে আজ দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং ও কালিম্পংয়ে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুত্‍-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে।

Latest articles

Related articles