মালদা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় পুজোর আগে হাসি ফুটল মালদা জেলা রেগুলেটেড মার্কেটের কলা এবং সবজি ব্যবসায়ীদের মুখে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুরু হল ব্যবসায়ীদের পুনর্বাসনের কাজ।
রবিবার মালদা জেলা রেগুলেটেড মার্কেটে ব্যবসায়ীদের জন্য দোকানঘর তৈরির কাজ শুরু হয়। রবিবার সকালে নারকেল ফাটিয়ে এবং জেসেপি দিয়ে ভিত খুড়ে দোকান ঘর তৈরীর আনুষ্ঠানিক শিলান্যাস করেন জেলা ব্যবসায়ী নেতা উজ্জল সাহা। তিনি জানান, কিছু ব্যবসায়ীদের চক্রান্তে শীত-গ্রীষ্ম উপেক্ষা করেই খোলা আকাশের নিচে ব্যবসা-বাণিজ্য করতে হতো কলা এবং সবজি ব্যবসায়ীদের। তাদের এই দীর্ঘদিনের সমস্যা নিয়ে বারবার জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছিলেন তারা। অবশেষে তাদের সেই সমস্যার সমাধান হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হলো ব্যবসায়ীদের ঘর নির্মাণের কাজ। এর জন্য জেলা ব্যবসায়ী নেতা উজ্জল সাহা ব্যবসায়ীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।