মালদা পুলিশের উদ্যোগে ফিরে পেল চুরি যাওয়া ১১ টি মোবাইল, ১ টি ল্যাপটপ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210725_152610

মালদা: মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং পুখুরিয়া থানার পুলিশের তরফে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং ল্যাপটপ প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হল। রবিবার পুখুরিয়া থানা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করে পুলিশ কর্তারা। উপস্থিত ছিলেন থানার ওসি গৌতম চৌধুরী সহ পুলিশকর্মীরা । গত দুই মাসে পুখুরিয়া থানা এলাকার বিভিন্ন প্রান্তে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত প্রায় দুই মাস ধরে পুখুরিয়া থানা এলাকার বিভিন্ন প্রান্তের মানুষের মোবাইল ফোন চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনা সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইল ফোনগুলি উদ্ধার হয়। ফলে সে উদ্ধার হওয়া মোবাইল ফোনের প্রকৃত মালিকের হাতে তুলে দিতেই এই কর্মসূচি। ১১টি নামিদামি কোম্পানির অত্যাধুনিক মোবাইল ও একটি ল্যাপটপ প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের এই উদ্যোগে খুশি মোবাইল ফোনের মালিকরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর