বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে আসানসোল এলেন সায়নী ঘোষ

উজ্জ্বল দাস, আসানসোল: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে কলকাতা থেকে আসানসোল এলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নী ঘোষ। তিনি এদিন আসানসোলের কালিপাহাড়ি মোড় থেকে কালিপাহাড়ি এজেন্ট অফিস কলোনি পরিদর্শন করেন। মানুষের দুঃখ-কষ্ট ক্ষোভ মন দিয়ে শোনেন।

এ সময় কথা বলার নয়, কাজ করার, মন্তব্য করেন সায়নী ঘোষ। বিরোধীনেত্রী অগ্নিমিত্রা পলের মন্তব্যের জবাব দেন তিনি। তিনি বলেন, “উনি যখন যে জায়গায় থাকার কথা, সেই জায়গায় থাকেন না।  এতে মানুষ অনেক বিভ্রান্ত হচ্ছে। যে সময় বন্যা হলো সে সময় কলকাতায় থাকলেন। আবার আজকে পরিষদীয় দলের বৈঠক। তাও আবার এখানে চলে এলেন। কাজটা ঠিকমতো করুন।”

Latest articles

Related articles