ইডির তলব এড়িয়ে ভোট প্রচারে সায়নী ঘোষ

এনবিটিভি, ওয়েব ডেস্ক: বুধবার ইডির তলব এড়িয়ে ভোট প্রচারে গেলেন তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষ।

গলসি থেকে এদিন সায়নী ঘোষ বলেন, “ভোটের আর দুদিন বাকি। যুব সভানেত্রী হিসেবে আমার একটা দায়িত্ব থেকেই যায়। আমি সমস্ত নথি পাঠিয়েছি। ইডিকে বলা আছে, ভারচুয়ালি যদি প্রয়োজন পরে আমি অবশ্যই সহযোগিতা করব। ১১ তারিখ অর্থাৎ ফল প্রকাশের যতবার ডাকা হবে সশরীরে হাজিরা দেব।”

Latest articles

Related articles