১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলতে পারে স্কুল। আজ, মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন। তিনি জানান, কোভিড প্রােটোকল মেনেই নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খােলা হবে। এর পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাসও চলবে। আগামীকাল, স্কুল ও কলেজ খোলা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী।