সুজাপুরে পেট্রোল, ডিজেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথসভার আয়োজন SDPI-এর

এনবিটিভি ডেস্কঃ মালদা জেলার SDPI কমিটির পক্ষ থেকে পেট্রোল, ডিজেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিশাল মিছিল ও পথসভার আয়োজন করা হল সুজাপুরে।

এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি ডা. আব্দুর রাকিব, রাজ্য কমিটির সদস্য মাসাদুল ইসলাম এবং জেলা সভাপতি সহ অন্যান্য সদস্যরা।

SDPI- এর তরফে জানানো হয়েছে, এই আকাশ ছোঁয়া মুল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে যেমন অসুবিধা হচ্ছে , তার সঙ্গে সাধারণ মানুষের জীবন বাঁচানোও দায় হয়ে পড়েছে পেট্রোল, ডিজেলের মুল্যবৃদ্ধির জন্য। সঙ্গে ওষুধের দামও অনেক বেড়ে গেছে। তাই তাদের অনুরোধ, যাতে মূল্যবৃদ্ধি আর না হয়।

Latest articles

Related articles