এনবিটিভি ডেস্কঃ মালদা জেলার SDPI কমিটির পক্ষ থেকে পেট্রোল, ডিজেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিশাল মিছিল ও পথসভার আয়োজন করা হল সুজাপুরে।
এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি ডা. আব্দুর রাকিব, রাজ্য কমিটির সদস্য মাসাদুল ইসলাম এবং জেলা সভাপতি সহ অন্যান্য সদস্যরা।
SDPI- এর তরফে জানানো হয়েছে, এই আকাশ ছোঁয়া মুল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে যেমন অসুবিধা হচ্ছে , তার সঙ্গে সাধারণ মানুষের জীবন বাঁচানোও দায় হয়ে পড়েছে পেট্রোল, ডিজেলের মুল্যবৃদ্ধির জন্য। সঙ্গে ওষুধের দামও অনেক বেড়ে গেছে। তাই তাদের অনুরোধ, যাতে মূল্যবৃদ্ধি আর না হয়।