তিন বছরের জন্য অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ

বিশ্বের নাম্বার ওয়ান টেনিসার নোভাক জকোভিচের ভিসার আপিল প্রত্যাখান করেছে অস্ট্রেলিয়ার ফেডারেল আদালত। যেহেতু জকোভিচ করোনার ভ্যাকসিন নেননি। তাই আদালত বলছে তিনি অস্ট্রেলিয়ার মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি৷ এ কারণে আদালত এবার ভিসা বাতিল করে দিয়েছে। আর আপিলও প্রত্যাখিত হওয়ায় এখন তিন বছর অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন না জকোভিচ। সঙ্গে এখনই অস্ট্রেলিয়া ছাড়তে হবে তাকে। টানা দুইবার ভিসা বাতিল করে দেয়ার পর জকোভিচ আদালতের দারস্থ হন। কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছেন এই সার্বিয়ান টেনিস মহা তারকা। এখন পর্যন্ত নয়বার অস্ট্রেলিয়ান ওপেন ও সব মিলিয়ে ২০ বার গ্র্যান্ডস্লামের শিরোপা জয় করেছেন জকোভিচ। এবার তিনি চেয়েছিলেন রেকর্ড ২১তম গ্র্যান্ডস্লাম শিরোপা জিততে। কিন্তু ভ্যাকসিন না দেয়া থাকায় রেকর্ড গড়ার অপেক্ষা বাড়ল তার। এদিকে প্রথমবার ভিসা বাতিল হওয়ার পর তাকে নেয়া হয় ডিটেনসন সেন্টারে। এরপর আদালতে আপিল করলে ভিসা ফিরিয়ে দেয়া হয়। এরপর পুনরায় তার ভিসা বাতিল করে ডিটেনসন সেন্টারে নেয়া হয়৷

সূত্র : ডেইলি ইনকিলাব

Latest articles

Related articles