হাওড়ায় বিষমদ খেয়ে প্রাণ হারিয়েছেন সাত জন,আশঙ্কাজনক অবস্থায় আরও অনেকে

বর্ধমানের ছায়া এবার হাওড়াতে। সম্প্রতি বর্ধমানে বিষমদ খেয়ে প্রাণ হারান অনেকেই।এবার হাওড়ার ঘুসু়ড়িতে রহস্যজনক ভাবে মৃত্যু এক সঙ্গে সাত জনের।

পরিবার সূত্রে খবর, বিষমদ খাওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে।বিষমদ খেয়েই প্রাণ হারিয়েছেন ওই সাত জন।এমনকি আশঙ্কাজনক অবস্থায় অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছে।তবে সময়ের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অভিযোগ।

ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়ার পুলিশ সুপার। ওই মদ বিক্রেতা প্রতাপ কর্মকার পলাতক বলেও পুলিশ সূত্রে খবর।

সূত্রের খবর,গত মঙ্গলবার রাতে বিষমদ খেয়ে বেশ কিছু ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে।মদ খাওয়ার পর থেকে বেশ কয়েক জন বমি করতেও শুরু করেন।পরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।আবার তাদের মধ্যে অনেকেই বাড়িতেই মারা যান।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest articles

Related articles