সুরজিৎ দাস, নদীয়া: করোনা আবহে গত দুই বছর ধরে বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু করোনা আবহে সমস্ত বিধি নিষেধ মেনে খোলা পানশালা, রেস্টুরেন্ট সহ যাবতীয় কার্যকলাপ। আর সেই প্রতিবাদেই পথে নামতে শুরু করেছে রাজ্যের সমস্ত সংগঠনের বিশিষ্টজনেরা।
এই বার পথে নামলেন বামফ্রন্ট মনোনীত নবদ্বীপ SFI সংগঠন। অবিলম্বে সমস্ত স্কুল কলেজসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে নবদ্বীপ শহরের প্রাণ কেন্দ্র রাধা বাজার মোড় এলাকায় এক বিক্ষোভ পথ সভার আয়োজন করেন তারা। তাদের দাবি, অবিলম্বে সমস্ত করোনাবিধি মেনে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি অবিলম্বে না খুললে এর থেকেও বড় আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে তারা।
রাজ্যের সমস্ত জায়গায় স্কুল খোলার দাবিতে শুরু হয়ছে ছোট ও বড়ো আন্দোলন কিন্তু স্কুল খোলার ব্যাপারে নির্দিষ্ট কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে।
Related articles