
নিউইয়র্কে সম্প্রতি অনুষ্ঠিত ‘মেট গালা’য় প্রথম ভারতীয় পুরুষ হিসাবে ইতিহাস স্থাপন করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তিনি দেশে ফিরে আসার পরও পেহেলগাঁও সন্ত্রাস এবং দেশের সংকটময় পরিস্থিতি নিয়ে কোনও বক্তব্য রাখেননি।
তবে বলিউড সূত্রে জানা গিয়েছে, শাহরুখ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তার আগামী বড় বাজেটের সিনেমা ‘কিং’–এর শুটিং আপাতত বন্ধ রেখেছেন।
বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে যখন দেশের সেনাবাহিনী সীমান্তে নিজেদের জীবন বাজিতে ফেলছে, তখন এই আবহে শুটিং করতে চান না শাহরুখ।

১৬ মে থেকে মুম্বইতে ‘কিং’-এর প্রথম অংশের শুটিং শুরু হওয়ার কথা ছিল, সেই সাথে ইউরোপ এবং সৌদি আরবেও কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু দেশের পরিস্থিতি এখনও সংবেদনশীল হওয়ায় নির্মাতা দল ও শাহরুখের টিম শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে শুটিং পিছিয়ে যাওয়ায় প্রযোজকদের অর্থনৈতিক ক্ষতি হতে পারে এবং তারকাদের পরবর্তী সময়সূচির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। চলচ্চিত্রের ব্যস্ততা নয়, এই মুহূর্তে দেশের প্রতি দায়িত্বকেই বেশি প্রাধান্য দিয়েছেন কিং খান।