হাওড়ার সলপে মর্মান্তিক বাইক দুর্ঘটনা! বেপরোয়া গতির বলি দম্পতি

বাইক নিয়ে গার্ডওয়ালে ধাক্কা মেরে ব্রিজ থেকে ৩০ ফুট নিচে ছিটকে পড়ে মৃত্যু দম্পতির। বাইকের বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার সলপ এলাকায়। গত শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে।

সূত্রের খবর, হাওড়ার ইচ্ছাপুরে আত্মীয়ের বাড়িতে পুজো দেখতে গিয়েছিলেন এই দম্পতি। মৃত পুরুষ ও মহিলার নাম প্রসেনজিৎ সিং ও তনুশ্রী সিং।পূজা শেষে রাত বারোটা নাগাদ নিজের বাড়িতে ফিরছিলেন এই যুগল। সাধারণত বাইক চেপেই ফিরছিলেন তারা। হাওড়ার সলপ ব্রিজ থেকে নামার সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাটি।

সূত্রের খবর,ব্রিজ থেকে নামার সময় বাইকের গতি ও অনেক টাই বেশি ছিল বলে সূত্রে খবর।

পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়েই গার্ডওয়ালে ধাক্কা মেরে ব্রিজ থেকে প্রায় ৩০ ফুট নিচে সার্ভিস রোডে ছিটকে পড়েন ওই দম্পতি।

সঙ্গে সঙ্গে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার করেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের সেখানেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

তবে মদ্যপ অবস্থায় বাইক চালানো হচ্ছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, এধরনের দুর্ঘটনা রুখতেই রাতে একাধিক সেতু বন্ধ রাখা হয়। এমনকী, দু’চাকার গাড়ি যাতে না ওঠে তার ওপরই নিষেধাজ্ঞা জারি থাকে। তারপরেও সলপ এলাকায় এধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল।

Latest articles

Related articles