এনবিটিভি ডেস্কঃ দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও বেড়ে চলেছে করোনার আক্রমন। এতদিন পর্যন্ত জরুরি বিভাগের কর্মী বিভিন্ন কর্মী থেকে শুরু করে পুলিশ, বিধায়ক, ডাক্তার, সাংবাদিক এদের দেহে করোনার দেখা মিললেও রাজ্যের কোনও মন্ত্রীর শরীরে করোনার সন্ধানের খবর মেলেনি। তবে এবার দৃশ্যটা পাল্টে গেল। বৃহস্পতিবার রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর শরীরে এবার করোনার সন্ধান মিলল। রাজ্যে প্রথম এই মন্ত্রীর শরীরেই মারণ ভাইরাসের থাবা পড়ল। তবে এখনও পর্যন্ত শরীরের করোনার কোনও উপসর্গ না হওয়ায় নিজের বাড়িতেই হোম আইসলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, তাঁর বাড়ির পরিচারিকার কিছুদিন আগেই করোনা ধরা পড়ায়। তার বাড়ির প্রত্যেক সদস্যেরই করোনা পরীক্ষা করানো হয়। সেখানেই খোদ মন্ত্রীর করোনা রিপোর্টে পজিটিভ আসে। তবে তাঁর পরিবারের বাকি সদস্যের করোনা রিপোর্ট সম্বন্ধে কোনও খবর এখনও প্রকাশ্যে আসেনি।