
মহারাষ্ট্রের পিম্পরি চিনচওয়াডে এক পার্কে দুই মুসলিম নারী নামাজ পড়ার পর, হিন্দু সাকাল সমাজ নামের একটি দক্ষিণপন্থী গোষ্ঠী গোমূত্র ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ করার কারণে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

এই পার্কটি এলাকার পরিচিত মর্যাদা সম্পন্ন মোরিয়া গোসাবি গণপতি মন্দিরের কাছে অবস্থিত। ২৭ এপ্রিল এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি পার্কের মাটিতে গোমূত্রু ছড়িয়ে শিব বন্দনা মন্ত্র পাঠ করছে। এই কাজকে তারা মুসলিম নারীদের নামাজের জায়গা শুদ্ধিকরণ’ করার অংশ হিসেবে দেখিয়েছে।

অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মহারাষ্ট্র মুসলিম কনফারেন্সের সভাপতি জুবায়ের মেমন এবং ধর্মীয় স্বাধীনতা ও সাম্যের প্রশ্ন নতুন করে সামনে এনেছেন।