পুকুর থেকে উদ্ধার হল তিন কিশোরীর দেহ। বুধবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল জলপাইগুড়ির রায়পুর চা বাগানে। এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না রায়ুপর চা বাগান এলাকারই বাসিন্দা রীতা তুরী (১৫), অনু মাঝি (১৫) এবং অগাস্টিনা ওঁরাও (১২), এই তিন কিশোরীর। তিন কিশোরীর আত্মীয় পরিজন এবং প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। এর পর চা বাগানের একটি পুকুরের পাড়ে তাদের পোশাক এবং জুতো পড়ে থাকতে দেখে সন্দেহ হয় সকলের। পুকুরে নেমে বেশ কিছু ক্ষণ খোঁজাখুঁজির পর উদ্ধার হয় তিন জনকে। তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিত্সকরা সকলকেই মৃত বলে জানান।