নিউজ ডেস্ক : টোকিও অলিম্পিকে আরো এক রেকর্ড গড়ল ভারত। অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথম কোনো ভারতীয় ট্রাক অ্যান্ড ফিল্ডের কোনো ইভেন্টে স্বর্ণ পদক জয় করলেন। এরই সঙ্গে একদিনে জোড়া পদক আসল ভারতের ঝুলিতে। কুস্তিতে বজরং পুনিয়ার ব্রোঞ্জের পরেই জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন নীরজ চোপড়া। এবারের অলিম্পিক্সে এই প্রথম সোনা পেল ভারত। পদক সংখ্যা বেড়ে হল ৭।
শনিবার ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুড়ে পদক জিতলেন তিনি। এর আগে অ্যাথলেটিক্সে ভারত সোনা তো দূর, কোনও পদকই জেতেনি। ব্যক্তিগত ইভেন্টে এর আগে একমাত্র স্বর্ণ এসেছিল বেইজিং অলিম্পিক ২০০৮ এ অভিনব বিন্দ্রার হাত ধরে। সেই আক্ষেপ মিটিয়ে দিলেন নীরজ। ইভেন্টটিতে রূপো জিতেছেন তার জার্মান প্রতিদ্বন্দ্বী। অ্যাথলেটিকসের ইতিহাসে প্রথম বার স্বর্ন জয় করে এখন তিনি শুভেচ্ছা এবং অভিনন্দনের বন্যায় ভাসছেন।