সীমান্তে নিরাপত্তা বাড়াতে বিএসএফের হাতে সাইরেন মেশিন তুলে দিলেন পঞ্চায়েত প্রধান

এনবিটিভি, মুর্শিদাবাদঃ  বেশিরভাগ সময়ই কাঁটা তারের বেড়া পেরিয়ে সীমান্তের চাষের জমিতে কাজে গিয়ে নানান সমস্যার সমুখীন হতে হয় কৃষকদের। বেশ কিছু দিন আগেই কৃষকদের সুবিধার্থে বায়ো মেট্রিক সুবিধা চালু করেছিল মুর্শিদাবাদের রাণীনগর সীমান্তের ১১৭ নম্বর বিএসএফ ব্যাটিলিওন কর্তৃপক্ষ। এদিন তার মধ্যে আরও নয়া সংযোজন। রানীনগরের কাতলামারী ১ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিএসএফ দের হাতে তুলে দেওয়া হল সাইরেন মেশিন।

এই সাইরেনের ফলে অনেকটাই সুবিধা হবে কৃষকদের এমনটাই মনে করছেন সাধারণ কৃষক থেকে বিএসএফ কর্মকর্তারা।

অনেক সময় বাংলাদেশের খুব কাছের জমিতে কাজ করতে গিয়ে বাংলাদেশের বিজিবি কিংবা দুষ্কৃতি মারফত হয়রানি তে পড়তে হয় কৃষকদের। তবে এবার থেকে কোনো বিপদ সংকেত পেলেই বেজে উঠবে ওই সাইরেন। সঙ্গে সঙ্গে কৃষকদের চলে আসতে হবে ভারতীয় বিএসএফ দের নিকটে। এছাড়াও অন্যান্য সমস্যার ক্ষেত্রেও অনেক সময় সকল কৃষকদের সতর্ক করা যায়না। এই সাইরেনের ফলে সে সমস্যা মিটবে বলে মনে করছেন তারা।

কৃষকদের বক্তব্য, বায়োমেট্রিক এর পর এই সংযোজন অনেকটাই সুবিধা হবে তাদের সীমান্তে কৃষি জমিতে কাজের ক্ষেত্রে।প্রায় ২ কিমি পর্যন্ত পৌঁছাবে এই সাইরেনের আওয়াজ। ফলে কৃষকদের অনেকটাই সুবিধা হবে।

এদিন উপস্থিত ছিলেন কাতলামারী ১ নং অঞ্চলের তৃণমূল প্রধান বাসুদেব সাহা,রাণীনগর ২ এর সহ সভাপতি দূর্গা রানী হালদার ও কাতলামারী ১ সদস্য গণ বিএসএফ দের হাতে ওই সাইরেন যন্ত্রটি তুলে দেন।

Latest articles

Related articles