বিশ্বের উচিত তালিবানকে পূর্ণ সমর্থন দেয়া : চীনের পররাষ্ট্রমন্ত্রী

 

চাপ দেওয়ার বদলে বিশ্বের উচিত আফগানিস্তানে তালিবানকে পরামর্শ দেয়া, সমর্থন করা। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমন কথা বলেছেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে ওই প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ওয়াং বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তালিবানকে আরো চাপ প্রয়োগ না করে ইতিবাচক দিক নির্দেশনা দেওয়া। এতে পরিস্থিতি স্থিতিশীল হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আফগানিস্তানকে ভূ-রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার না করা। দেশটির স্বাধীনতা এবং জনগণের ইচ্ছাকে সম্মান জানানো উচিত।

চীন এখনো আনুষ্ঠানিকভাবে তালিবানকে স্বীকৃতি দেয়নি। তবে গত মাসে সংগঠনটির রাজনৈতিক অফিসের প্রধান মোল্লা বারাদারের সঙ্গে একটি বৈঠক করেছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিয়ানজিনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বলেছিলেন, আফগানিস্তানের শান্তি ও পুনর্গঠন প্রক্রিয়ায় তালিবানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Latest articles

Related articles