বাবার বকুনিতে অভিমানে আত্মঘাতী যুবক!

ক্যানিং: বাবার বকুনিতে কঠিন সিদ্ধান্ত নিলেন যুবক। একেবারে নিজেকে শেষ করে দিলেন। বিষ খেয়ে আত্মহননের পথ বেছে নিলেন তিনি। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার নিকারীঘাটা অঞ্চলে। মৃতের নাম মফিউদ্দিন গাজী(২১)। উত্তর রেদোখালি গ্রামে বাড়ি তাঁর।

পরিবার সূত্রে খবর, শনিবার বাবা বকাবকি করায় বাড়ি থেকে বেরিয়ে যান মফিউদ্দিন গাজী। পরিবার অনেক খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে আজ সকালে ক্যানিং থানার ডাবু সুইস গেটের কাছে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ। তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Latest articles

Related articles