আলুর চাষে এবার চাষীরা দেখছে ক্ষতির মুখ

মেদিনীপুর: দাম নেই আলুর। চিন্তায় ঘুম উড়েছে আলুচাষিদের। আলুর দাম প্রায় অর্ধেক। চিন্তায় ঘুম ছুটেছে আলুচাষিদের । গত বছর আলুর দর ভালো পাওয়ায় বহু চাষী এবার মাঠে আলু বিক্রি করেনি। বেশি দামের আশায় আলু রেখে দিয়েছিলেন হিমঘরে। এমনিতে চাষ করতে খরচ হয় ভালই। তবুও লাভের আশায় চাষ কিন্তু যে আলু বস্তা পিছু সাড়ে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে হিমঘরে ঢুকেছে, তার দাম এখন কমেছে ২৫০ থেকে ৩০০ টাকা। ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আলুচাষিদের। তাছাড়া অন্যবারের তুলনায় এবার হিমঘরের মজুত আলুর পরিমান বেশী। অন্য বছর এই সময় হিমঘরগুলি থেকে বেশি পরিমাণে আলু বেরিয়ে যায়। এবার সেখানে আলু আরো বেড়েছে। খুব কম সংখ্যক চাহিদার তুলনায় যোগান বেশির কারণে আলুর দর কমবে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।জেলাজুড়ে ভালো ফলন হয়েছে। বিঘাতে ১০০ বস্তা আলু এবার। গতবারের প্রচুর লাভ হয়েছিল। সেই কারণে বহু চাষী লাভের আশায় এবার কিছুটা ঝুঁকি নিয়ে চাষ করেছিলেন। কিন্তু ফলাফল পুরো উল্টো ।

Latest articles

Related articles