
১লা এপ্রিল ভোর সাড়ে ৩টের দিকে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে দুজন ছিলেন ট্রেনের লোকো পাইলট। বরহাট থানা এলাকার কাছে ফরাক্কা-লালমাটিয়া এমজিআর রেলপথে এনটিপিসির দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালমাটিয়া থেকে আসা কয়লাবোঝাই একটি মালগাড়ি বরহাট এমটি-তে স্থির থাকা খালি একটি মালগাড়ির সাথে ধাক্কা লাগে। ধাক্কার তীব্রতায় সিআরপিএফ-এর এক জওয়ান, সিআইএসএফ-এর চার কর্মী এবং এক রেলকর্মী আহত হন। তাদের দ্রুত বরহাটের কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
পূর্ব রেলের মুখপাত্র কৌশিক মিত্র বিষয়টি নিশ্চিত করে জানান, এই রেলপথ এবং ট্রেনগুলি ভারতীয় রেলওয়ের অন্তর্ভুক্ত নয়। এটি এনটিপিসির কাহালগাঁও ও ফরাক্কা বিদ্যুৎকেন্দ্রে কয়লা পরিবহনের জন্য ব্যবহৃত হয়। ঘটনার পর পুলিশ ও প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। উপ-বিভাগীয় পুলিশ আধিকারিক কিশোর তিরকি জানান, সংঘর্ষের প্রচণ্ড আঘাতে দুটি ট্রেনের চালকরা ঘটনাস্থলেই মারা যান।
বর্তমানে দুর্ঘটনার কারণ ও দায়িত্ব নির্ধারণে তদন্ত চলছে। স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে যোগাযোগ রেখেছে বলে জানানো হয়েছে।