যুক্তরাষ্ট্রের টেনেসির ডাক বিভাগে গুলি, বন্দুকধারীসহ নিহত ৩

 

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলাকারী এরপর নিজের বন্দুকের গুলিতেই নিহত হয়েছেন। নিহত তিন জনই মার্কিন ডাক বিভাগের কর্মচারী।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির টেনেসি অঙ্গরাজ্যের একটি পোস্ট অফিসে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 

প্রতিবেদনে বার্তাসংস্থাটি জানিয়েছে, টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরের ইস্ট লামার ক্যারিয়ার অ্যানেক্স অফিসে হামলা চালায় বন্দুকধারী এক ব্যক্তি। হামলায় দুই ব্যক্তি নিহত হওয়ার পরে নিজের বন্দুকের গুলিতেই আত্মহত্যা করেন অভিযুক্ত ওই হামলাকারী।

 

যুক্তরাষ্ট্রের পোস্টাল ইন্সপেক্টর সুসান লিংক জানান, নিহত দুই ব্যক্তি ও অভিযুক্ত হামলাকারী। তারা তিনজনই মার্কিন ডাক বিভাগের কর্মী। তবে আপাতত হামলা বা প্রাণহানির কোনও হুমকি নেই।

সূত্র : ডেইলি ইনকিলাব

Latest articles

Related articles