বিধিনিষেধ মেনে স্কুল-কলেজ খুলে গেল তিন রাজ্যে। কবে খুলবে পশ্চিমবঙ্গে! ধন্দে অবিভাবক মহল

নিউজ ডেস্ক : এতদিন পৃথিবীতে চলছিল করোনার ভয়াবহ মারন পরিস্থিতি। যার জন্য, যেন কিছুদিনের জন্য থমকে গিয়েছিল বিশ্ব । করোনার অতিমারি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও একেবারেই নিশ্চিহ্ন হয়ে যায়নি। করোনার মারণ পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসায় এবার চলমান হচ্ছে পৃথিবী। খুলছে দোকানপাট, স্কুল -কলেজ ও।

কোনো কোনো জায়গায় এতদিন অনলাইনের মাধ্যমে পঠন-পাঠনের ব্যবস্থা হলেও সব জায়গায় তা বিস্তার লাভ করতে পারেনি। কবে খুলতে পারে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়! এ নিয়ে এতদিন চলছিল নানা জল্পনা। কিন্তু, সেই সব জল্পনা অতিক্রম করেই কোনো কোনো রাজ্যে খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। যেমন, কর্ণাটক কেরালা ও আসামে বিভিন্ন বিধিনিষেধ মেনে স্কুল খুললেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি পশ্চিমবঙ্গ তথা মমতা।

মূলত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কোন সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত স্কুল- কলেজ খোলা যাবে না বলে জানিয়েছেন বিকাশ ভবনের সদস্যরা। যদিও, কেন্দ্র সরকার থেকে স্কুল খোলার অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে এও বলা হয়েছে যে, বিধিনিষেধ মেনে স্কুল খোলা যেতে পারে। যদিও, প্রতিদিন হাজিরা দেয়া বাধ্যতামূলক নয়।

Latest articles

Related articles