
ভয়াবহ বিস্ফোরণের জেরে কেঁপে উঠলো টিটাগর। টিটাগরের চার নম্বর ওয়ার্ডে ঘটে এই বিস্ফোরণ। সোমবার ভোর ৬টা নাগাদ এক আবাসনের চার তলায় বিস্ফোরণের কারণে উড়ে যায় ঘরের দেওয়াল। অনুসরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ৪ তলার ঘরের ১০ ফুট বাই ৮ ফুটের দেওয়াল ভেঙে যায়। শুধু তাই নয় ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের বাড়িগুলি। পার্শ্ববর্তী বাড়িগুলির অ্যাসবেস্টের ভেঙে যায়, ভয়াবহ বিস্ফোরণের। বিস্ফোরণের কারণ জানতে,চলছে পুলিশই তদন্ত। ঘটনার কারণে এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্কের আবহ সৃষ্টি হয়েছে।

সূত্রে খবর, ভোটের সময় কাউন্সিলার আরমান মন্ডলকে এই ফ্ল্যাটটি ব্যবহার করার জন্য দেওয়া হয়। তারপর এই ফ্ল্যাটটি আর ফেরত দেননি আরমান। বর্তমানে ফ্লাইটটি ফাঁকাই ছিল।