নিউজ ডেস্ক : প্রাক্তন আইপিএস নজরুল ইসলামকে মারধরের অভিযোগে দল থেকে বহিস্কৃত হলেন মুর্শিদাবাদ জেলার ডোমকলের তৃণমূল কাউন্সিলর মাজেদুল শেখ। আইপিএস নজরুল ইসলামের একটি শিক্ষামূলক প্রতিষ্ঠা করে নেয়ার প্রচেষ্টাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। গত শুক্রবার ওই তৃণমূল কাউন্সিলার স্থানীয় কিছু সমর্থক কে নিয়ে নজরুল ইসলামের অফিসে প্রবেশ করে তাকে মারধর করে বলে অভিযোগ। একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ আধিকারিক এর এই সম্মানহানি ঘটনায় প্রতিবাদে সোচ্চার হয় রাজ্যের বুদ্ধিজীবী। দাবি ওঠে জড়িত তৃণমূল নেতাকে বহিষ্কারের। আসন্ন বিধানসভা ভোট কে সামনে রেখে কোন ঝুঁকি নিতে চায়নি জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আজ জেলার সদর বহরমপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান এই কাউন্সিলারের বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, প্রাক্তণ আইপিএস নজরুল ইসলাম জেলার গর্ব। আমরা তাঁকে শ্রদ্ধা করি। আমাদের দলের ডোমকল পৌরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মাজেদুল সেখ তাঁকে মারধরের ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। দলের তরফে সেই ঘটনার তদন্ত করে দেখা হয়েছে। সেই ঘটনার সত্যতা পাওয়ায় আমরা দলীয় ভাবে তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছি এবং দলের রাজ্য নেতৃত্বের কাছে তা জানিয়ে দেওয়াও হয়েছে। এই কাউন্সিলর কে দল থেকে বহিষ্কার করার মাধ্যমে তৃণমূল কংগ্রেস রাজ্যে সংখ্যালঘুদের মাঝে তাদের ভাবমূর্তি একটি উজ্জ্বল করার চেষ্টা করলো বলে মনে করা হচ্ছে। তো গাধা কাঁদিয়ে থাকা এই কাউন্সিলর খুব খুব সত্বর গ্রেপ্তার হতে পারেন বলে জানা গেছে।