চেন্নাইয়ের হাসপাতালে প্রয়াত মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা

চেন্নাই: মারা গেলেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। করোনার পর সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়। চলছিল চিকিৎসাও। সঙ্গে ছিলেন পুত্র শুভ্রাংশু রায়।

 

 

এর আগে করোনা সংক্রান্ত সমস্যায় ভোগায় ১১ মে  ভর্তি হাপাতালেকরা হয়েছিল তাঁকে। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দিতে হয়েছিল একমো সাপোর্ট। তাঁর অসুস্থতার খবর নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। দেখতে যান তৃনমূলের সর্বভরতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও কৃষ্ণাকে দেখা করতে যান।

 

 

ফুসফুস প্রতিস্থাপনের জন্য চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। তবে তাঁর আগেই মঙ্গলবার ভোর পৌনে পাঁচটা নাগাদ চেন্নাইয়ের ওই হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

Latest articles

Related articles