বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ছোট করে গঙ্গাসাগর মেলার পক্ষপাতি মমতা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

public-bengal-meeting-minister-mamata-banerjee-addresses_5b9d2f46-404b-11eb-846d-e0066b9df566

নিউজ ডেস্ক : এটা করোনার দুর্বিষহ সময় হলেও গঙ্গাসাগর মেলা পুরোপুরি বন্ধ করে দেয়ার পক্ষপাতী নন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গঙ্গাসাগর মেলা মৈত্রীর মেলা। এই মেলার সঙ্গে মানুষের ভাবাবেগ জড়িত। তাই তিনি বলেন যে, এই গঙ্গাসাগর মেলা বন্ধ করে না দিয়ে সর্তকতা অবলম্বন করে ও বিধি নিষেধ মেনে ছোটো করে করা যেতে পারে।

সোমবার বাবুঘাটের গঙ্গাসাগর মেলা শিবিরে এ কথা জানান তিনি। সঙ্গে তিনি আরো বলেন যে, গঙ্গাসাগর এখন বিভিন্ন ধরনের পরিষেবায় উন্নত হয়েছে। ফলে সেখানে সর্তকতা অবলম্বন করেই ছোট করে গঙ্গাসাগর মেলা উযাপন করাটা খুব একটা কঠিন বিষয় নয়!

বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিন আজ, মঙ্গলবার। কিন্তু, সোমবার অর্থাৎ তার জন্মবার্ষিকীর আগের দিনই মমতা তার ছবিতে ফুল ও মাল্য দান করেন। সেদিনই মুখ্যমন্ত্রী জানান, বিবেকানন্দ হলেন দেশের প্রকৃত নেতা। তার নীতি ও আদর্শ মেনে আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু, দেশে যেনো কোন রকম সাম্প্রতিক বিভাজন না ঘটে সেদিকেও বিশেষ নজর রাখতে হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর