রায়দিঘির গোরাগাছিতে জলের সংকট। জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

দক্ষিণ 24 পরগনা রায়দিঘি থানা অন্তর্গত রায়দিঘি গোড়াগাছিতে রাস্তা অবরোধ করল গ্রামবাসীরা। আজ সকাল সাতটা থেকে নটা পর্যন্ত রাস্তার দু’পাশে বাঁশ এবং কঞ্চি দিয়ে রাস্তা অবরোধ করল। এই অবরোধে পুরুষ ও মহিলারা রাস্তার ওপর দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করলো। তাদের দাবী বহুদিন থেকে অর্থাৎ আম্ফান ঝড়ের সময় সমস্ত জলের কলগুলি অকেজো হয়ে যায়। এখন যে টিউবওয়েল গুলি আছে তা থেকে নোনা জল বের হয়। ওই জল খাওয়ার উপযুক্ত নয়। স্থানীয় পঞ্চায়েত মেম্বার বিজেপির কুমড়া পাড়া অঞ্চলের মাধব বিশ্বাস। তাকে জানিয়েও কোনো সুরাহা হয় নি এবং রায়দিঘির বিধায়ককে জানিয়েও কোনো সুরাহা হয় নি। তাই আজ সেই প্রতিবাদে রাস্তা অবরোধ হলো।

এই অবরোধের জেরে রাস্তার সমস্ত গাড়ি ঘোড়া অবরুদ্ধ হয়ে পড়ে। অবশেষে রায়দিঘি থানার পুলিশ প্রশাসন এসে বিক্ষোভকারীদেরকে প্রতিশ্রুতি দেন যে শীঘ্রই সমস্ত কলগুলি সারানো হবে। এই প্রতিশ্রুতির ফলে বিক্ষোভকারীরা তাদের অবরোধ তুলে নেন।

Latest articles

Related articles