
সোমবার অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের উপর জরিমানা ও সুদ মুকুপ করার জন্য, তিনটি টেলিকম প্রতিষ্ঠান শীর্ষ আদালতের কাছে দ্বারস্থ হয়। কিন্তু এই আবেদনকে সম্পূর্ণ ভ্রান্ত বলে খারিজ করে দেন জেবি পারদিয়ালের বেঞ্চ। এই প্রসঙ্গে ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইব্যুনালের কাছে যাওয়ার কথা ছিল ভোডাফোন আইডিয়ার। ভোদাফোন আইডিয়া স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছে, তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় । সরকার পাশে না দাঁড়ালে, ব্যবসা বন্ধ করে দেওয়ার মত পরিস্থিতি হবে। একই অবস্থা এয়ারটেল আইডিয়ারও। সাম্প্রতিককালে ভোডাফোন আইডিয়ার ৩৬ হাজার ৯৫০ কোটি টাকার ঋণের কিছু অংশের অংশীদারিত্ব নিয়েছে ভারত সরকার। এভাবে চলতে থাকলে মনে করা হচ্ছে ভারত সরকারের উপর আর্থিক দিক থেকে প্রবল চাপ সৃষ্টি হতে