এনবিটিভি ডেস্ক: সম্ভবত রাজ্যের হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষাতে সর্বোচ্চ নম্বর পেয়ে নজর কেড়েছে সাদিয়া সিদ্দিকা। মালদহের সুজাপুর দেরদুহাজী পাড়ায় তার বাড়ি। এই বছর হাইমাদ্রাসা পরীক্ষায় রাজ্যে ৭৯৭ নম্বর পেয়ে নজর কাড়ল মালদহের সুজাপুরের ওই ছাত্রী। সে নয়মৌজা সুরভানিয়া হাই মাদ্রাসায় পড়ুয়া।
তার বাবা রুহুল ইসলাম স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁর দুই ছেলে মেয়ের মধ্যে সাদিয়ায় বড়। সাদিয়া বাংলাতে ১০০, ইংরেজি ৯৯, অঙ্কে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞান ১০০, ভুগোল ৯৯, ইতিহাস ৯৯, ইসলাম পরিচয়ে ১০০। বড় হয়ে চিকিৎসক হতে চাই সাদিয়া। সাদিয়া জানায় ছোট থেকেই বাবার কাছেই পড়াশোনা করেছে সে।
তবে জীবনে বড় পরীক্ষার আগে একজন গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেছে। সাদিয়ার সাফল্যে শুধু তার পরিবার নয় গোটা গ্রাম খুশি।