নদীয়া,শান্তিপুরঃ গত ৫ দিন আগে জলে তলিয়ে যাওয়া ব্যক্তির দেহ উদ্ধার হল আজ। উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর শান্তিপুর মহাশ্মশানে মৃতদেহ শবদাহ করতে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার এক পরিবার। মৃতদেহ শেষকৃত্যের শেষে ওই পরিবারের লোকজন শান্তিপুর বড়বাজার গঙ্গার ঘাটে স্নান করতে নামে।
এরপর স্নান করতে করতে এক ব্যক্তি হঠাৎই জলে তলিয়ে যায়, খোঁজাখুঁজি শুরু করে পরিবার। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে ডুবুরি নামিয়ে ওই ব্যক্তির দেহ খোঁজার জন্য তল্লাশি চালায় কিন্তু ব্যক্তির দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। আজ মঙ্গলবার শান্তিপুর বড়বাজার গঙ্গার ঘাটে ওই ব্যক্তির দেহ জলে ভেসে থাকতে দেখে ঘাটে স্নান করতে আসা বেশ কিছু লোকজন। খবর পায় পরিবার, ঘটনাস্থলে আসে পরিবারের লোকজন।
স্বভাবতই পাঁচ দিন পরে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে ওই ব্যক্তির পরিবারে। মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ এছাড়া ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।